image
ছবিঃ সংগৃহীত

কলমাকান্দায় জমি সংক্রান্ত বিবাদে বড় ভাই নিহত

প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জেরে নাজিরপুর গ্রামের মো. মোশাররফ হোসেন (৪৬) গতকাল শুক্রবার নিহত হয়েছেন। তিনি মৃত জুলমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন গতকাল শুক্রবার সকাল ৮টায় তার ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে জমি মাপামাপি করতে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মাটিতে যান। মাপামাপির সময় দুই ভাইয়ের মধ্যে বাক্যালাপকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে মোজাম্মেল হোসেন তাকে ধাক্কা দেন। ধাক্কা লাগার ফলে মোশাররফ হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, ডাক্তার সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ মোশাররফ হোসেন ও মোজাম্মেল হোসেনের মধ্যে বিদ্যমান ছিল।

এ ব্যাপারে কলমাকান্দা ওসি সিদ্দিক হোসেন জানান, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, প্রাথমিক তদন্তে শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে প্রেরণ করেছি, মামলার প্রস্তুতি চলছে, দ্রুত ব্যবস্থা নেব।

সম্প্রতি