খাগড়াছড়িতে বিমল ত্রিপুরার মৃত্যু ‘জমির বিরোধে সংঘর্ষে’: পুলিশ

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ১৩ দিন পর হাসপাতালে বিমল ত্রিপুরা নামে একজনের মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ বলছে, ‘জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব থেকে’ ওই সংঘর্ষ হয়েছিল। শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) বিকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি বিরোধের ফলে এ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলেও কোনো ‘কুচক্রী’ মহল যাতে বিষয়টিকে পাহাড়ি-বাঙালি ইস্যু তৈরি করে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

সংঘর্ষের ঘটনার বর্ণনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত বলেন, সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নে ভূয়াছড়ির বাসিন্দা মংশিতু মার্মা (৪০) ও মো. আব্দুল বসিরের (৫৭) পরিবারের মধ্যে রাজশাহী টিলার একটি ভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৪ জানুয়ারি বিকালে বিরোধপূর্ণ জায়গায় আগুন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

এতে বিমল ত্রিপুরা (৫০), মিলন চাকমা ও থৈহলা অং গুরুতর আহত হলে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি হয়। অপরদিকে মাথায় গুরুতর আঘাত পাওয়া আব্দুল বসিরকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিমল ও বাসিরের অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মংশিতু মারমা খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা করেন। পাল্টা মামলা করেন মোছাম্মদ খাদিজা নামে এক নারী। মংশিতু মারমার মামলায় চট্টগ্রাম ও কুমিল্লা থেকে মো. আব্দুর রশিদ ও মো. আল আমিন নামে দুজনকে এর আগে গ্রেপ্তার করে পুলিশ। খাদিজার মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে বিমল ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেলে মারা যান।

সম্প্রতি