image

সপ্তাহের প্রথমদিনেই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা

সংবাদ অনলাইন রিপোর্ট

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই ঢাকা পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান প্রথম। দূষিত বায়ুর মানগত দিক থেকে ঢাকার স্কোর ২৯৭। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ঢাকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এই নগরীর স্কোর ২০৮।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচকে ঢাকার ৬টি স্থানের বায়ুদূষণ পরিস্থিতি খুবই খারাপ বা দুর্যোগপূর্ণ। যা বায়ুদূষণের সর্বোচ্চ স্তর। স্থানগুলো হচ্ছে, নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪৭৯), ধানমন্ডি (৪৩৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৪২৭), পল্লবী (৩৮৪), সাগুফতা (৩৩৮) ও বেচারাম দেউড়ী (৩১২)। বায়ুর এই মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। বায়ুদূষণ কমার কোনো লক্ষণ তো নেইই বরং দিন দিন বেড়েই চলেছে। গেল ডিসেম্বর থেকে চলতি জানুয়ারির প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।

প্রসঙ্গত, বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়। দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময়ে নানা ধরনের উদ্যোগ আর প্রকল্প নেওয়া হয়। তবে দূষণ পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, ঢাকার দুর্যোগপূর্ণ বায়ুতে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি