চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসমাবেশের মঞ্চে বসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টা ১৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমান মঞ্চে উঠেন। সে সময় করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠলে হাস্যজ্জ্বল দলীয় প্রধান হাত নেড়ে নেতা-কর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।
এর আগে তারেক রহমান মহানগরীর র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের সঙ্গে আলোচনায় বসেন তারেক। চট্টগ্রাম ও আশেপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনেরও বেশি শিক্ষার্থী আলোচনায় অংশ নেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান।
এদিকে, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশ ঘিরে ভোর থেকেই মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, উপজেলা ছাড়াও কক্সবাজার ও তিন পার্বত্য জেলা থেকে ব্যানার ফেস্টুন, রঙ বেরঙের পোশাক পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ পূর্ণ হয়ে যায়। সমাবেশে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, পাবর্ত্য চট্টগ্রামের সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত রয়েছেন।
পলোগ্রাউন্ডে সমাবেশ শেষে বিকেলে তিনি ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল চারটায় জনসভায় যোগ দেবেন। বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন। সন্ধ্যা ৭টায় জনসভা অনুষ্ঠিত হবে সুয়াগাজী ডিগবাজির মাঠে। অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে জনসভায় যোগ দেবেন। সেই জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ২২ জানুয়ারি সিলেটে জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেন তারেক রহমান। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ সাত জেলায় টানা ১৬ ঘণ্টা সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরেছিলেন। তার আগে ভোর ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে ভাষানটেকের বিআরপি ময়দানের জনসভায় বক্তব্য দেন।