আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কৃষিব্যবস্থা। উপজেলার কৃষিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা ‘পলিনেট হাউজ’। নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় উৎপাদিত উন্নতমানের চারা ব্যবহার করে এখন উচ্চফলনশীল সবজি ও ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা।
রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত এই পলিনেট হাউজে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকরা। এখানকার চারার গুণগত মান ও টিকে থাকার সক্ষমতা বেশি হওয়ায় কম খরচে বেশি ফলন পাওয়ার আশায় এখান থেকে চারা সংগ্রহ করছেন তারা।
নওগাঁর মথুরাপুর ইউনিয়নের কৃষক সামছুল হক বলেন, আমি এখানে থেকে গ্রিন বল বেগুনের ৩০০টি চারা কিনেছি। আগেও এখান থেকে চারা নিয়ে ভালো ফলন পেয়েছি। তাই এবারও এখান থেকেই নিচ্ছি।
আরেক কৃষক খালেক হোসেন জানান, আমি প্রথমবার ঝাল মরিচের পুল নিতে এসেছি। এক হাজার টাকায় ৫০০টি চারা নিয়েছি। ৬ শতক জমিতে লাগাবো। ফলন ভালো হলে ভবিষ্যতেও এখান থেকেই চারা কিনবো।
পলিনেট হাউসের তত্ত্বাবধায়ক আবু রায়হান বলেন, আমাদের এখানে মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, পাতাকপি, বারোমাসি মরিচসহ নানা ধরনের সবজির চারা পাওয়া যায়। ছাদ বাগানের জন্য টবে লাগানোর উপযোগী চারাও রয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের চারাও সরবরাহ করা হয়। আমরা কোকোপিট ব্যবহার করে চারা উৎপাদন করি, ফলে চারাগুলো বেশি স্বাস্থ্যকর হয় এবং নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে। এতে ফলনও বেশি পাওয়া যায়।
আক্কেলপুর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক পদ্ধতিতে এখানে বিভিন্ন মৌসুমি সবজির উন্নতমানের চারা উৎপাদন করা হচ্ছে। আশপাশের কৃষকরা এখান থেকে সহজেই উচ্চফলনশীল চারা পাচ্ছেন, যা তাদের উৎপাদন বাড়াতে সহায়ক হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, এই পলিনেট হাউজে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নতমানের চারা উৎপাদন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং কম খরচে বেশি লাভের সুযোগ তৈরি করে দেওয়া।
আধুনিক এই উদ্যোগের ফলে আক্কেলপুরের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। কৃষকদের উৎপাদন বাড়ার পাশাপাশি বদলে যাচ্ছে এলাকার কৃষিভিত্তিক অর্থনীতির চিত্র।
বিজ্ঞান ও প্রযুক্তি: পদ্মাসেতুর টোল পরিশোধ করা যাচ্ছে নগদের মাধ্যমে
বিজ্ঞান ও প্রযুক্তি: পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের অংশীদার রবি
বিজ্ঞান ও প্রযুক্তি: দক্ষ জনশক্তি উন্নয়নে এসআইসিআইপি এবং বাক্কোর মধ্যে চুক্তি স্বাক্ষর
অপরাধ ও দুর্নীতি: গাজীপুরে ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫