বাগেরহাটের রামপালে ভারত-বাংলাদেশ মৈত্রী তাপ বিদ্যুৎ (বিআইএফপিসিএল)-কেন্দ্রে কর্মরত ৯ জন ভারতীয় কর্মকর্তা কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই গোপনে বাংলাদেশ ত্যাগ করেছেন। শনিবার ঘটনাটি জানাজানি হওয়ার পর রামপাল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের মধ্যে তীব্র উদ্বেগ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। ওই বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে নিয়মিত নাশতার সময় ডাইনিং হলে ওই কর্মকর্তাদের উপস্থিতি না পেয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে শুরু করে।
জানা যায়, তারা কাউকে কিছু না জানিয়েই বিদ্যুৎকেন্দ্র এলাকা ত্যাগ করেছেন। একই দিন দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তীতে বিষয়টি প্রকল্প পরিচালক রামানাথ পুজারীর কাছে জানানো হলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা ‘নিরাপত্তাহীনতার’ কারণ দেখিয়ে বাংলাদেশ ছাড়ার কথা স্বীকার করেন।
অথচ রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বেসরকারি নিরাপত্তা বাহিনীসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় ওই কর্মকর্তারা আগে কখনো নিরাপত্তা ঝুঁকি নিয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হঠাৎ করে অনুমতি ছাড়া দেশত্যাগ করায় বিষয়টিকে রহস্যজনক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। কর্তৃপক্ষের দাবি, এমন গুরুত্বপূর্ণ প্রকল্পে দায়িত্বে থাকা কর্মকর্তাদের এভাবে চলে যাওয়া স্বাভাবিক নয়। দেশ ত্যাগ করা কর্মকর্তারা হলেন এনটিপিসি থেকে প্রেষণে আসা মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের জেনারেল ম্যানেজার প্রতিম ভর্মন, বিশ্বজিৎ মন্ডল, এন. সুরাইয়া প্রকাশ রায়, এজিএম কেশব পোলাকি, ডেপুটি জেনারেল ম্যানেজার সুরেশ কান্ত মন্দেকার, সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্ণিবান সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, ‘সকালে ডাইনিং হলে তাদের না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি, তারা কোনো অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী পরিস্থিতিতে তারা এমন সিদ্ধান্ত নিলেন, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে।’
বিজ্ঞান ও প্রযুক্তি: পদ্মাসেতুর টোল পরিশোধ করা যাচ্ছে নগদের মাধ্যমে
বিজ্ঞান ও প্রযুক্তি: পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের অংশীদার রবি
বিজ্ঞান ও প্রযুক্তি: দক্ষ জনশক্তি উন্নয়নে এসআইসিআইপি এবং বাক্কোর মধ্যে চুক্তি স্বাক্ষর
অপরাধ ও দুর্নীতি: গাজীপুরে ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫