নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সম্মানে এক সংবর্ধনা সভা গত শুক্রবার বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক জসিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সালাহ উদ্দিন কামরান। সাংবাদিক হাবিবুর রহমান সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গত তিন বছরে ১৩টি জাতীয় ও ৪টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় সাংবাদিকদের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক দীন মোহাম্মদ, আনোয়ারুল হায়দার, মামুন হোসেন, মনির হোসেন, নূর আলম, এ এস এম আবদুল আউয়াল সালেহ, শেখ ফরিদ, ইসমাইল হোসেন সজিব, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সালাহ উদ্দীন কামরান বলেন, সাংবাদিক হাবিবুর রহমান চাটখিলের সাংবাদিকদের পথিকৃৎ, আপনারা তাকে সংবর্ধিত করায় আমি অত্যন্ত আনন্দিত। আমার জানামতে উপজেলা পর্যায়ে চাটখিলের মতো সুসংগঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব খুব কমই আছে, তিনি তার শ্রম ও মেধা অর্থ দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চাটখিল প্রেসক্লাবকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। এর জন্য চাটখিলবাসীর পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই।
সাংবাদিক হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, আপনারা আজকে আমাকে যে সম্মান দেখিয়েছেন এটা আমার কোন কৃতিত্ব নয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এটা একমাত্র তারই কৃতিত্ব। আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন আমি যতদিন বেঁচে আছি সুস্থ থেকে যেন প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতি এবং চাটখিল ও সোনাইমুড়িবাসীসহ মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। প্রেসক্লাবের উন্নয়নে বিশেষ অবদান রাখায় সাংবাদিকরা সবাই তার স্মৃতি ধরে রাখার জন্য প্রেসক্লাব মিলনায়তনের নাম সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তন রাখার সিদ্ধান্ত নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চাটখিল প্রেসক্লাবের নবনির্মিত মিলনায়তনের নাম সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তন নামপলক উন্মোচনের ঘোষণা দেন।
উল্লেখ্য, সাংবাদিক হাবিবুর রহমান ১৯৮০ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছেন।
অর্থ-বাণিজ্য: খাদ্যপণ্যের দামের চাপে ডিসেম্বরেও বাড়লো মূল্যস্ফীতি
অর্থ-বাণিজ্য: পতন দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজার
অর্থ-বাণিজ্য: বিবিএসের তথ্য প্রকাশে লাগবে না মন্ত্রীর অনুমোদন
অর্থ-বাণিজ্য: একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
বিজ্ঞান ও প্রযুক্তি: পদ্মাসেতুর টোল পরিশোধ করা যাচ্ছে নগদের মাধ্যমে
বিজ্ঞান ও প্রযুক্তি: পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টের অংশীদার রবি