চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে নেশাজাতীয় ভারতীয় টেন্সউইন ৩৪৯০ পিস ট্যাবলেট ও ৪৮ বোতল এস্কাফ ডিএক্স সিরাপ উদ্ধার করেছে। রোববার,(২৫ জানুয়ারী ২০২৬) ভোর রাতে আজমতপুর বিওপি অধীনস্থ বাগিচাপাড়া এলাকায় এ অভিযান চালায়। ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের জানতে পারে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে মহানন্দা ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়ার জনৈক শমসেরের আমবাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ করছে। এ তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটের দিকে আজমতপুর বিওপির ১টি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় টেন্সউইন ট্যাবলেট ও ৪৮ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ উদ্ধার করে। এ ব্যাপারে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, জাতির বৃহত্তর স্বার্থে সকল প্রকার মাদক চোরাচালান রোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। প্রসঙ্গত, গত ২ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ পর্যন্ত ২২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে।
আন্তর্জাতিক: ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ যোগ দেবে না স্পেন
অর্থ-বাণিজ্য: খাদ্যপণ্যের দামের চাপে ডিসেম্বরেও বাড়লো মূল্যস্ফীতি
অর্থ-বাণিজ্য: পতন দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজার