মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেবী সরস্বতীর প্রতিমার মাথা ভাঙচুর ও হাতে থাকা বীণা উল্টে ফেলার ঘটনা ঘটেছে।
রোববার,(২৫ জানুয়ারী ২০২৬) রাত অনুমানিক ২টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের বাসিন্দা মৃত যুগল পালের ছেলে মিন্টু পাল, মৃত মঙ্গল পালের ছেলে দয়াল পাল বসতঘরের বাইরে থাকা সরস্বতীর প্রতিমার মাথা ভাঙচুর করে ও সরস্বতীর মূর্তির হাতে থাকা বীনা উল্টে ফেলা অবস্থায় দেখেন।
উল্লেখ্য গত ২৩ জানুয়ারি রাতে সরস্বতী পূজার অনুষ্ঠানিক অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষের পর তাদের সরস্বতীর প্রতিমা বাড়ির উঠানে কাপড়ের প্যান্ডেলের নিচে ছিল। গত রবিবার রাতে দয়াল পাল ঘরের দরজা খুলে সামনের উঠানে লাইটের আলোতে সরস্বতীর প্রতিমা এলোমেলো দেখতে পেয়ে কাছে গেলে দেখেন মাথা ভাঙা এবং হাতে থাকা বীণা উল্টানো অবস্থায়।
খবর পেয়ে সিরাজদিখান থানার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ।
আন্তর্জাতিক: ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ যোগ দেবে না স্পেন
অর্থ-বাণিজ্য: খাদ্যপণ্যের দামের চাপে ডিসেম্বরেও বাড়লো মূল্যস্ফীতি
অর্থ-বাণিজ্য: পতন দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজার