ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মাদকের ‘আড্ডাখানা এবং বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহসান।
শনিবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আমরা দেখছি ডাকসু নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।”
তিনি তার বক্তব্যে আরও বলেন, “বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিবর্তন দেখেছেন, যে ছাত্ররা-ছাত্রীরা তারা ছাত্রশিবিরের পক্ষে ভোট দিয়েছেন- তাদের বাবা-মায়েরা তো এ রকম গ্রামেরই নাকি? তাহলে তাদের বাবা-মারা যদি এই গ্রামের হয়ে থাকে, তারা ডাকসুতে যদি জামায়াত ইসলামীর ছাত্রশিবির ক্ষমতায় যেতে পারে, তাহলে আগামী দিনেও জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, "আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। পরকালের নাজাতের জন্য। তাই আপনাদের সেই ঈমানের বলে বলিয়ান হয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আগামী দিনে ভোটকেন্দ্রে কোনো রকম হই-হাঙ্গামা করতে না পারে- এজন্য আপনাদের কে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ।"
পরে বিতর্কিত মন্তব্যের বিষয় জানতে চাইলে মো. শামীম আহসান বলেন, “আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা ছিলো। ইসলামী ছাত্রশিবির তার সমাধান করেছেন।” ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ্যাখানা ছিলো এমন বক্তব্য দিয়েছেন কিনা প্রশ্ন করা হলে তিনি মোটরসাইকেলে আছেন বলে সংযোগটি কেটে দেন।
এদিকে জামায়াত নেতার এই বক্তব্যকে ‘মানহানিকর ও মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করে প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন ঢাকসুর দুই সদস্য। ঢাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী ও কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা আহ্বান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে জামায়াত নেতার মানহানিকর বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে রোববার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করা হবে।