গাজীপুরের কাপাসিয়ায় গত শুক্রবার বিকেলে মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব, দিঘিরকান্দা, পেচুরদিয়া তরুণ ও কড্ডাইদসহ আশপাশের গ্রামগুলোর প্রায় তিন শতাধিক অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে উন্নত মানের শীতের জামা বিতরণ করেন। মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শিল্পপতি মো. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি পালন করেন।
এ সময় মো. মনিরুজ্জামান বলেন, তার পিতার নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক একটি প্রতিষ্ঠান। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতঃপূর্বে স্থানীয় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে, দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোবারক হোসাইন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা জাকির হোসেন, মো. সিরাজউদ্দিন মাস্টার, কড়িহাতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মাহমুদুল হাসান, মো. মোহাম্মদ আলী প্রমুখ।
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা