image
মাদারীপুর : খাদ্যগুদামে সংরক্ষণের জন্য আনা চাল -সংবাদ

মাদারীপুরে ছাড়িয়ে গেছে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলায় চলতি মৌসুমে আমন চাল সংগ্রহ কার্যক্রম লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সরকারের চাল সংগ্রহের নীতিমালা অনুযায়ী উপজেলার দুটি খাদ্য গুদামে এসব আমন ধান সংগ্রহ শেষে গুদামজাত করণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদারীপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গত নভেম্বর মাসে মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল খাদ্য গুদাম ও চরমুগরিয়া খাদ্য গুদামে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৬৬৫ মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। যার মধ্যে ইটেরপুল খাদ্য গুদামে ৩৬৫ মেট্রিক টন ও চরমুগরিয়া খাদ্য গুদামে ৩০০ মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল; যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যই অর্জন করার নির্দেশ দেয়া হয়েছিল। এসব চাল সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পরে খাদ্য গুদাম দুইটি আরও অতিরিক্ত ৩৬২ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করেন। যার মধ্যে ইটেরপুল খাদ্য গুদাম ১৯৬ মেট্রিক টন ও চরমুগরিয়া খাদ্য গুদাম ১৬৬ মেট্রিক টন অতিরিক্ত চাল সংগ্রহ করেন। খাদ্য গুদামের সংগ্রহ করা এসব আমন চাল মাদারীপুরের পুলিশের রেশন, ভিডব্লিউবি, আনসার সদস্যদের রেশন, কাবিখা, জিআর, ওএমএস, খাদ্য বান্ধব কর্মসূচি, টিসিবিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সেবামূলক খাতে খরচের জন্য সরকার বরাদ্দ করা হবে। সরকারের চাল সংগ্রহের নীতিমালা অনুযায়ী উপজেলার দুইটি খাদ্য গুদামে এসব আমন ধান ১৪% আর্দ্রতার নিচে বিসমিল্লাহ এগ্রো ফুট লিমিটেড ও খান ট্রেডার্সের কাছ থেকে সংগ্রহ শেষে গুদামজাত করণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিষয়ে বিসমিল্লাহ এগ্রো এন্ড অটো রাইস মিলের মালিক বিপ্লব দর্জি বলেন, ‘মাদারীপুর সদর উপজেলার দুটি খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে আমি সরকারের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী অত্যন্ত উন্নত মানের সিদ্ধ আমন চাল ৫০ টাকা কেজি দরে সরবরাহ করেছি। এবং চলতি মৌসুমে আমার কাছ থেকে যে পরিমান আমন চাল খাদ্য অফিস চাহিদা দিয়েছিল, আমি তাদের সেই চাহিদা মোতাবেক চাল সরবরাহ করেছি।

মাদারীপুর শহরের ইটেরপুল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মল্লিক বলেন, ‘ইটেরপুল খাদ্য গুদামে চলতি বছরের আমন চাল সংগ্রহের কার্যক্রম শেষ করেছি। আমিসহ আমাদের খাদ্য কর্মকর্তাদের সার্বক্ষণিক উপস্থিতিতে আমরা এবছর আমন চাল সংগ্রহ করেছি। যাতে চাল নিয়ে কেউ কোন ধরনের অভিযোগ তুলতে না পারে। খুবই উন্নত মানের চাল এ বছর আমরা সংগ্রহ করতে পেরেছি। এ বছর ভালোমানের চাল এই অঞ্চলে পাওয়ার জন্য সদর উপজেলায় চাল সংগ্রহের বরাদ্দের চেয়েও অতিরিক্ত ৩৬২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। একই ধরনের কথা জানালেন চরমুগরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ^জিত মল্লিক। তিনি বলেন, এবছর চরমুগরিয়া খাদ্য গুদামে ১৪% আর্দ্রতা মেশিনের সাহায্যে পরিমাপ করে আমন চাল সংগ্রহ করা হয়েছে। এবার গুদামজাত করণ চালের কোয়ালিটি অনেক ভাল পাওয়া গেছে।

মাদারীপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ জিকরুল আলম বলেন, ‘সদর উপজেলায় চলতি মৌসুমে আমন চালের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চাল আমরা সংগ্রহ করেছি। আমাদের নিয়মিত যে বরাদ্দ ছিল ৬৬৫ মেট্রিক টন। এই অঞ্চলে আমন চালের গুণগত মান খুবই ভাল পাওয়ায় আমরা আরও ৩৩৬ মেট্রিক টন অতিরিক্ত চাল সংগ্রহ করেছি। এসব চালের আর্দ্রতা ১৪% এর নিচে পরিমাপ করে সংগ্রহ করেছি। যাতে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি