image
সংগৃহীত

ঘিওরে উপজেলা সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার সকালে ঘিওর সরকারি কলেজ অনার্স ভবন প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সেনা বাহিনীর পক্ষে বক্তব্য রাখেন ঘিওর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ ইকবাল। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতির পাশাপাশি ঘিওর উপজেলা আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা। বর্তমান প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সঠিক তথ্য উপস্থাপনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তিনি ঘিওর উপজেলায় সহিংসতাসহ সব প্রকার অপরাধ দমনে সেনা বাহিনী তৎপর থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন। তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ট সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময়ে আরও বক্তব্য রাখেন ঘিওর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংবাদিক সুরেশ চন্দ্র রায়, খন্দকার সোহেল রানা, মো. মহসীন খান হীরা প্রমুখ। ঘিওর উপজেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি