নীলফামারীর সৈয়দপুরে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুই দশক ধরে বিনা ভাড়ায় সরকারি বাসভবনে বসবাস করার অভিযোগ উঠেছে। এমনকি বাসভবনে পরিচালনা করছেন অবৈধ কোচিং বাণিজ্য। এ ঘটনা সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আর এ বিষয়ে লিখিত অনুমতির কোন তথ্য নেই বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী আক্তার।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মশিউর রহমান সরকারি চাকরি বিধি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে ওই আবাসিক ভবনে বসবাস করছেন। সরকারি বিধি অনুযায়ী বাসভবনে বসবাসের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিসহ মাসিক হারে ভাড়া পরিশোধ বাধ্যতামূলক। অথচ ওই শিক্ষক প্রভাব খাঁটিয়ে দীর্ঘ ২০ বছর ধরে বিনাভাড়ায় সরকারি বাসভবনে দিব্যি বসবাস করে আসছেন। এতে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে স্কুল কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মশিউর রহমানের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সৈয়দপুর তুলগীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার জানান, অল্প দিন তিনি বিদ্যালয়ে যোগদান করেছেন। অভিযুক্ত শিক্ষক কী প্রক্রিয়ায় বা কার অনুমোদনে সরকারি বাসভবনে বসবাস করছেন, সে বিষয়ে তার কাছে লিখিত কোনো তথ্য নেই। তিনি বলেন, অভিযোগ যাচাই করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক জানান, নিয়ম না মেনে সরকারি বাসভবনে বসবাসের বিষয়টি তার নজরে আনা হয়নি। তবে তিনি বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে অনিয়ম পাওয়া গেলে অভিযুক্তর বিরুদ্ধে বিধিমত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা