কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘হাসনাত বাহিনী’-এর প্রধান আবুল হাসনাতকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। রোববার,(২৫ জানুয়ারী ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ রোমালিয়া ছড়া এলাকার সদর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে আবুল হাসনাতকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সেনাবাহিনীর সূত্র জানায়, আটকের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, আবুল হাসনাত একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা, তিনটি অস্ত্র মামলা, ছয়টি ডাকাতি মামলা এবং অন্যান্য অপরাধে নয়টি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে। অভিযান শেষে আটক আবুল হাসনাতকে আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং ‘হাসনাত বাহিনী’ দীর্ঘদিন ধরে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিল। এ চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি চলছিল।
এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা