আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) আসনে ১২ হাজার ৮৫৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৯৫৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯০২ জন। পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন প্রবাসী ভোটার, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটাররা। শনিবার উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারিত ছিল। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে ব্যালট বাক্স সিলগালা করে রাখা হয়েছে। আসছে ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ শেষে ভোট গননা করা হবে। সেখানে প্রত্যেক প্রার্থীও তাদের দলের এজেন্টরা উপস্থিত থাকবেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ আসনের নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর তাদের নিজ নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।
এখানে ব্যালট বক্স সিলগালা করে রাখা হয়েছে। আসছে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষে ওই ভোট গননা করা হবে।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা