image

মহেশপুর সীমান্তে মাদক ও অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদাহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে মাদক উদ্ধার ও অবৈধ সীমান্ত পারাপারকালে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মো. আব্দুস সালামের ভুট্টা বাগান থেকে সুবেদার মো. আবুল হাসানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন ভোর সাড়ে ৫টার দিকে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৩-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতরে গোপালপুর গ্রামের কাঁচা রাস্তার পাশের জঙ্গল থেকে নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে অভিযানে ৭৮৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি