image
ছবিঃ সংগৃহীত

লালমোহনে পৌর করমেলার উদ্বোধন

প্রতিনিধি, লালমোহন (ভোলা)

পৌর করে চলছে উন্নয়নের চাকা, সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকাষ্টÑ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় তিন দিনব্যাপী পৌর করমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে লালমোহন পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ। মেলায় বকেয়া কর পরিশোধ করলে শতকরা ১৫ শতাংশ ছাড় পাবেন নাগরিকরা। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। মেলা শেষে থাকবে আকর্ষণীয় পুরস্কার।

এ সময় লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, মো. মেহেদী হাসান, পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফসার উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» প্রজাতন্ত্র দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

সম্প্রতি