image
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী মাঠে বিজিবির প্রস্তুতি

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ ও মাগুরা জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে দুই জেলার ১০টি উপজেলায় মোট ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। গত বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি, পদাতিক। তিনি জানান, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে নির্বাচনকালীন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে এবং সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন শেষে দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকেই অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার রয়েছে। ব্রিফিংয়ে বিজিবির অভিযানিক সাফল্যের তথ্য তুলে ধরে জানানো হয়, ২০২৫ সালে মহেশপুর ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩৮ কোটি টাকার মালামাল এবং মাদকবিরোধী অভিযানে প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নির্বাচন চলাকালীন কোনো অপশক্তি যাতে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি এবং এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি