সিরাজগঞ্জ সদর উপজেলার একটি হাটে বসানো হাত ধোয়ার বেসিনের দেয়ালের নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। গতকাল রোববার বিকালে খোকসাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি শহিদুল ইসলাম।
নিহতরা হল, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান হোসেন (৫) ও সজিব সেখের মেয়ে দেড় বছর বয়সি সুমি খাতুন। আহতদের মধ্যে আছে ওই গ্রামের মেনহাজের দুই বছর বয়সি ছেলে আবির হোসেন ও সামিদল ইসলামের সমবয়সি মেয়ে সানজিদা খাতুন। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা বলেন, কোভিডের সময় হাত ধোয়ার জন্য শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি বেসিন নির্মাণ করে। সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ওই বেসিনের উপর ওঠে খেলছিল চার শিশু। হঠাৎ দেয়ালসহ বেসিনটি ধসে পড়লে শিশুরা এর নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বজনরা নিহত শিশুদের বাড়িতে নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলার ইউএন মো. মামুন খান। তিনি বলেন, নিহত দুই শিশুর পরিবারকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। আহত দুই শিশুকে ১০ হাজার করে ২০ হাজার টাকা দেয়া হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে।
সারাদেশ: ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত ১