image
ছবিঃ সংগৃহীত

শেরপুরে বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুর উপজেলায় পচা ও নষ্ট ডিম ব্যবহার করে বিস্কুট উৎপাদনের দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার শেরপুর উপজেলার শেরুয়া, হামছায়াপুর এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিং অভিযানে ‘মর্ডান ব্রেড এন্ড বিস্কুট’ ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা প্রদান ও আদায় করা হয়।

অভিযানকালে খাদ্যপণ্যে নষ্ট ও পচা ডিম ব্যবহার, বিএসটিআই অনুমোদনহীন প্যাকেট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং বিএসটিআই লাইসেন্স হালনাগাদ না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল। অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লি’রা জানিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি