image
ছবিঃ সংগৃহীত

মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

মধুপুরে টিআইবির উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার, (২৬ জানুয়ারী ২০২৬) সকালে টাঙ্গাইলে মধুপুর উপজেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের যৌথ উদ্যোগে ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক র‌্যালি ও মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মধুপুর উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত র‌্যালি ও মানব বন্ধন এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের সভাপতি মো. বজলুর রশিদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, মো. মনিরুজ্জামান ইউএও, ইমরান হোসেন এই ডিপিএইই, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, মুসলিমা ডিএও, পিআইও রাজীব আল রানা, শারমীন সুলতানা সুমি-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, সচেতন নাগরিক কমিটি সদস্য ও ইয়েস সদস্যরা মধুপুর, গনমাধ্যম কর্মী, স্টুডেন্টস, উন্নয়ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি