image
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে নারী গলাকাটা মৃতদেহ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার বসতঘরের বাথরুম থেকে রোববার দুপুরে গলাকাটা অবস্থায় মুসলিমা খাতুন সীমা (২৮) নামের একজন গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার বলছে, অসুস্থতাজনিত কারণে ব্যবহারিক বটি দিয়ে নিজে গলা কেটে সে আত্মহত্যা করতে পারে। এর আগেও কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছে। নিহত মুসলিমা খাতুন সীমা যাত্রাপুর উত্তর পাড়া এলাকার শেখ আসাদের স্ত্রী। স্থানীয়রা জানায়, স্বামী শেখ আসাদ যাত্রাপুর বাজারে দোকানদারি করে। শ^শুর-শাশুড়ী দেবর ও ৮ বছরের মেয়ে সন্তান নিয়ে মুসলিমা খাতুন বসবাস করত। গতকাল রোববার দুপুরে সে রান্না করতে যান। কিছু সময় পর মুসলিমা বাথরুমে যায়। অনেক সময় পার হলেও সে আর বাথরুম থেকে বের না হওয়া শ^শুর মুনছুর শেখ বাথরুমের ওপর থেকে দেখে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে চিৎকার দিয়ে লোকজন জড়ো করে দরজা ভেঙে মুসলিমাকে উদ্ধার করা হলেও সে মারা যায়।

খবর পেয়ে পরে থানা পুলিশ গিয়ে লাশের সুরতহাল করাসহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনা আইনগত প্রক্রিয়া চলমান বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম জানান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি