image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নবাবগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মো. ঈমান আলী (৫৫) ও পারভীন বেগম (৫০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার মো. ঈমান আলী উপজেলার বাহ্রা চরকান্দা এলাকার মৃত শেখ কিতাব আলীর ছেলে এবং পারভীন বেগম মো. ঈমান আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ ওই এলাকার বাসিন্দা মো. ঈমান আলীর বাড়ি ঘেরাও করেন। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. ঈমান আলী ও তার স্ত্রী পারভীন বেগমকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সুদর্শন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি