image

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে পুকুর খননের দায়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কারখানা মৌজার বোয়ালজুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, শাহীন মিয়ার মালিকানাধীন ধানী কৃষিজমিতে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল, যার মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করা হয়।

এ সময় খুর্শেদ মিয়ার ছেলে সবুর মিয়া অপরাধের দায় স্বীকার করলে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ (ক) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি