image

কালকিনিতে বাজারে প্রশাসনের অভিযানে বিক্রেতাদের অর্থদন্ড

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনি বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় ৪ মণ জাটকা জব্দ করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ জাটকা সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে মোট ২৮ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। গতকাল রোববার সকালে কালকিনি পৌরসভার পুরান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল-আরেফীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত জাটকা আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। প্রশাসন জানান, জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি