বরগুনা-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সড়কে সড়কে প্রচারণা চালিয়েছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা। গত শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বরগুনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বরগুনা বেতাগী সড়ক, বেতাগী বাজার এলাকা ও জনবহুল স্থানে তারা এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় দলীয় ব্যানার, ফেস্টুন, পোস্টার বহন করে এবং ভোটারদের মধ্যে লিফলেট প্রার্থীর নির্বাচনী বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
প্রচারণাকালে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বলেন, বরগুনা-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। জামায়াতে ইসলামী বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসন থেকে সংসদ নির্বচিত হলে ন্যায়ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে- এমন আশ্বাস দেন তারা।
সড়ক প্রচারণায় অংশ নেয়া একাধিক নেতাকর্মী জানান, ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি সড়কে এ ধরনের প্রচারণার মাধ্যমে স্বল্প সময়ে বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। তারা দাবি করেন, সাধারণ মানুষ তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন এবং অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এই প্রচারণা বাড়তি সাড়া ফেলেছে বলে তারা মনে করছেন।
প্রচারণার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারি ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যান চলাচলে সাময়িক ধীরগতি দেখা দিলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয় কয়েকজন পথচারী ও ব্যবসায়ী জানান, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি নির্বাচনের পর বাস্তবায়ন করেন, তাহলেই জনগণের প্রকৃত উপকার হবে। একজন ভোটার অটোচালক আবুল কালাম বলেন, ‘আমরা উন্নয়ন চাই, কথা নয়- কাজ দেখতে চাই। ”
জামায়াতে ইসলামী প্রার্থীর সমর্থক বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হোসেন বলেন, আগামী দিনগুলোতেও তারা লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচারণা অব্যাহত রাখবেন। তাদের লক্ষ্য, বরগুনা-২ আসনের প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দলের আদর্শ ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরা।
সব মিলিয়ে বরগুনা-২ আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জামায়াতে ইসলামীও সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে, যা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে।
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড
অর্থ-বাণিজ্য: ব্যাংক থেকে কর্পোরেট ঋণ কমানো হবে: গভর্নর
বিজ্ঞান ও প্রযুক্তি: চতুর্থবারের মতো টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশ অ্যাপ থেকেই সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করার সুযোগ