image
জগন্নাথপুর (সুনামগঞ্জ) : নদীভাঙন রোধে বসানো হচ্ছে ব্লক -সংবাদ

কুশিয়ারা নদীভাঙন রোধে চলছে ব্লক বসানোর কাজ, জনমনে স্বস্তি

প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙনরোধে প্রকল্প দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন মন্ত্রনালয়। পাকা ব্লক বসিয়ে নদীভাঙন রোধ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ১৯৬৮ ফুট ভাঙনরোধ হবে। গত বছর থেকে রাণীগঞ্জ বাজার এলাকায় নদীপাড়ে পাকা ব্লক নির্মাণ ও নদীভাঙন রোধে নদীপাড়ে ব্লক বসানোর কাজ চলছে। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

২৫ জানুয়ারি রোববার সরেজমিনে দেখা যায়, বাগময়না গ্রাম এলাকায় নদীপাড়ে একদিকে ব্লক নির্মাণকাজ চলছে। অন্যদিকে নদীপাড়ে নিয়ে এসব ব্লক বসানোর কাজ হচ্ছে। শ্রমিকরা কাজে ব্যস্ত সময় পার করছেন। নদীভাঙন প্রতিরোধে পাকা ব্লক বসানোর কাজ দেখে স্থানীয় জনমনে স্বস্তি বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য তেরা মিয়া বলেন, কুশিয়ারা নদীভাঙনে অত্র অঞ্চলের অসংখ্য বাড়িঘর বিলিন হয়ে গেছে। অবশেষ নদী ভাঙনরোধে সরকার প্রকল্প দেয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাই জনপ্রত্যাশা পূরণে দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার লুৎফুর রহমান জানান, ব্লক নির্মাণ কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। বাকি কাজসহ নদীভাঙনে ব্লক বসানোর কাজ চলছে। আমরা দ্রুত কাজ শেষ করতে চাই।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি