বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিং কর্তারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাইজিং কর্তারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। পরে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বিশিষ্ট সমাজসেবক গাজী আব্দুল খালেক, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতা গাজী রফিকুল ইসলাম জুয়েল এবং সমাজসেবক গাজী সজীব।
সহকারী শিক্ষক শরিফুল ইসলাম শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অমৃত রায়, আবু হানিফ, শিশির সরকার, গিয়াস উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও অতিথিরা।
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড
অর্থ-বাণিজ্য: ব্যাংক থেকে কর্পোরেট ঋণ কমানো হবে: গভর্নর
বিজ্ঞান ও প্রযুক্তি: চতুর্থবারের মতো টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশ অ্যাপ থেকেই সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করার সুযোগ