কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চারটি গুরুত্বপূর্ণ রেলরুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভৈরব স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, রাত ২টা ৪৫ মিনিটে ভৈরব স্টেশনে যাত্রাবিরতির পর ২টা ৫৫ মিনিটে ট্রেনটি ছাড়ার সংকেত পায়। স্টেশন থেকে প্রায় ১৫০ মিটার অগ্রসর হওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট, ঢাকা–নোয়াখালী ও ভৈরব–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বিভিন্ন স্টেশনে পারাবত, উপবন, তিতাস কমিউটার, বিজয় এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেসসহ একাধিক ট্রেন আটকা পড়ে।
দুর্ঘটনার প্রায় পৌনে পাঁচ ঘণ্টা পর আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ভৈরব স্টেশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ জানান, উদ্ধারকাজ চলমান রয়েছে। তবে কখন পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।