গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঘুমানোর সময় চাকায় পিষ্ট হয়ে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার শাপলা মিল সংলগ্ন ‘দুই মাইল’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী রাসেদ জানান, ঘটনাস্থলে রাস্তার পাশে গমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এর মধ্যে ‘রংপুর-ট ১১-০৪৯৯’ নম্বরের ট্রাকটির নিচে এক ব্যক্তি শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় চালক বিষয়টি খেয়াল না করে ট্রাকটি চালানো শুরু করলে পেছনের চাকা ওই ব্যক্তির মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।