বিশ্বশান্তি কল্পে প্রতি বছরের মতো মোহনগঞ্জের শ্রীশ্রীজগন্নাথজিঁউর আখড়ায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বার্ষিক হরিনাম সংকীর্তন ৭০তম বর্ষ চলছে। মাঘের শুক্লা পঞ্চমী তিথি উপলক্ষে শুভাধিবাসের মধ্য দিয়ে ৫৬ প্রহরব্যাপী এ মহতী আয়োজন শুরু হয়। এতে দেশের খ্যাতনামা কীর্তনীয়া দল সংকীর্তন পরিবেশন করছে। প্রতিদিন শত শত ভক্ত উপস্থিত থেকে নামামৃত আস্বাদন করছেন। আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। ৫৬ প্রহর শেষে লীলা কীর্তন অবসানে মহাপ্রভুর ভোগরাগ, মোহন্ত বিদায় ও কুঞ্জ ভঙ্গের মধ্য দিয়ে বার্ষিক হরিনাম সংকীর্তন শেষ হবে বলে আয়োজক কমিটি জানান।