image
ছবিঃ সংগৃহীত

ভৈরবে রেলপথের শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের শীর্ষ ছিনতাইকারী বিজয় ওরফে ইমরানকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে ভৈরবসহ বিভিন্ন থানার ২০টি ছিনতাই মামলার পলাতক আসামি। গতকাল সোমবার ভোরে উপজেলার মানিকদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় ওরফে ইমরান উপজেলার মানিকদী গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।

ওসি আতাউর রহমান আকন্দ বলেন, বিজয় ওরফে ইমরান দেশের শীর্ষ ছিনতাইকারী। সে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটের বিভিন্ন চুরি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত রয়েছে। সে ২০টি মামলার আসামি হয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নিজ বাড়ি উপজেলার মানিকদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় জোনের রেলপথে বেশি ছিনতাই ও চুরির সাথে জড়িত।

তিনি আরো বলেন, ভৌগোলিক দিক দিয়ে ভৈরব শহর নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কাছাকাছি অবস্থানে রয়েছে। ভৈরব শহরে ছিনতাইকারীদের সংখ্যা অনেক বেশি। প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে কোন ভুক্তভোগী লিখিত অভিযোগ দিতে চাই না। মৌখিক অভিযোগের কারণে প্রশাসনের কাজ করতে ব্যাঘাত ঘটে। বর্তমানে ভৈরব শহরে ছিনতাই অনেকাংশে কমে এসেছে। ভৈরবে আমি যোগদানের পর গত ১ মাসে প্রায় শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করি। বিজয়সহ ভৈরবের শীর্ষ ছিনতাইকারীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি