পাথরঘাটায় নির্বাচনী প্রচারণায় বাধা ও হেনস্তার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী কর্মীদের বাধা ও ধর্ষণের হুমকির প্রতিবাদে ২৭ জানুয়ারি মঙ্গলবার ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাথরঘাটা উপজেলা কার্যালয় জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইরানী আক্তার সংবাদ সম্মেলন করেছেন। এসময়ে তার সঙ্গে জামায়াতের পাথরঘাটা উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেন, জামায়াতের চরদুয়ানি ইউনিয়নের সেক্রেটারি মো. নুরুজ্জামান আলমাছসহ পাথরঘাটা উপজেলা জামায়াতের অর্ধ শতাধিক নারী নেতা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইরানী আক্তার লিখিত ও মৌখিক অভিযোগ করে বলেন পাথরঘাটা উপজেলা বিএনপির বিভিন্ন স্থানের নেতাকর্মীরা আমাদের নির্বাচনী প্রচার-প্রচারণা ঠেকানোর জন্য তারা একটি কমিটি করেছে। ওই কমিটি প্রতিনিয়ত আমাদেরকে বাধা দেয়াসহ বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদান করে আসছে। ইরানী আক্তার বলেন আমরা ভোটারদের বাড়িতে যেতে চাইলেই বিএনপির নেতাকর্মীরা আমাদের পথ রোধ করে আমাদের সঙ্গে হাঁটা শুরু করেন এবং আমাদেরকে অশ্লীল বাসায় গালিগালাজ করাসহ বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করে ধর্ষণের হুমকি দেন। তিনিসহ উপস্থিত জামায়াতের নারী নেতারা বলেন ২২ জানুয়ারি থেকে অদ্য পর্যন্ত একটি দিনও সুস্থভাবে আমাদের পক্ষে ভোট চাওয়া এবং নির্বাচনী প্রচারণা করতে পারছি না। ইরানী আক্তার বলেন বিএনপি চায় একতরফা নির্বাচন করে বিগত সরকারের মতন সাধারণ মানুষের স্বাধীনতা কেড়ে নেবে, তিনি বলেন আমরা এ-থেকে পরিত্রাণ চাই।

বরগুনা ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ এর পাথরঘাটা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. তাওহীদুল ইসলাম বলেন আমাদের একাধিক নারী নেতাদের বিএনপির নেতাকর্মীরা অশ্লীল বাসায় গালিগালাজ এবং অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনসহ ধর্ষণের হুমকি দিয়ে আসছে এরকম পরিস্থিতিতে আমরা চরম উদ্বিগ্ন। অভিযোগ প্রসঙ্গে বরগুনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম (মনি) র পাথরঘাটা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মো. ফারুক বলেন সংবাদ সম্মেলনে জামায়াতের নারী নেতাদের যে সব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ অসত্য। তিনি বলেন পাথরঘাটার কোথাও এরকমের ঘটনা ঘটেন।

জানতে চাইলে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন জামায়াতের পক্ষথেকে একটি অভিযোগ পেয়ে তদন্ত কমিটির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি