নোয়াখালীর চাটখিলে ২ রাউন্ড গুলিসহ যুবদল কর্মী নাঈম ইসলাম (৩২) কে গতকাল সোমবার রাতে সেনাবাহিনী তার বাড়ি থেকে আটক করেছে। রাতেই তাকে সেনাবাহিনী চাটখিল থানায় হস্তান্তর করেন। আটককৃত নাঈম পৌরসভার সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
এই ব্যাপারে নাঈমের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।