কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গাইবান্ধার সাঘাটায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক (উত্তম কৃষি চর্চা) সার্টিফিকেশন বিষয়ক কৃষক/ কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সাঘাটা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলার কৃষক/ কৃষাণীদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. রুস্তম আলী, সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ খালিদ মাহমুদ ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান।