সিরাজগঞ্জের বাজারে আগাম জাতের কাটিমন আম উঠেছে। আগাম জাতের পাকা আম চড়া দামে বিক্রি হচ্ছে। আমগুলো মিষ্টি ও স্বুসাধু প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা, যা সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে।
ফল ব্যবসায়ী সূত্রে জানা যায়, প্রতি বছরের চেয়ে এবার পাকা আম একটু আগেই বাজারে এসেছে। শহরের কোন কোন দোকানে এই আম বিক্রি হচ্ছে।
ফল কিনতে আসা সাইদা বেগম বলেন, বাজারে বছরের প্রথমেই পাকা আম উঠেছে তাই দাম বেশি হলেও আগ্রহ নিয়ে কিনলাম।
সিরাজগঞ্জ শহরের ফল ব্যবসায়ী আবুল হোসেন জানান, এ নতুন ফল বাজারে এসেছে কয়েকদিন আগেই। দাম ও চাহিদা রয়েছে । অনেকেই পাকা আম আগ্রহ নিয়ে কিনছেন। মোকামে পাকা আমের দাম বেশি থাকায় বাজারে দাম বেশি। এ কারণে সাধারণ মানুষ এ ফল কিনতে হিমশিম খাচ্ছে।