ঋতুচক্রের এটি ভরা শীতের মৌসুম। সাধারণত এ সময় এসি চলে না, ফ্যানের ব্যবহারও কম থাকে। ফলে বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে কম থাকে এবং লোডশেডিংও থাকে না বললেই চলে। কিন্তু ভরা শীতের মধ্যেই ভয়াবহ লোডশেডিংয়ে নাজেহাল হয়ে পড়েছে সিলেট। দফায় দফায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে থাকছে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ। বিদ্যুৎ বিতরণ সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি সিলেটের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সিলেট বিভাগে ১৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে ১০৫ মেগাওয়াট। ফলে বিভাগে ৫০ শতাংশ লোডশেডিং হয়েছে। এছাড়া সিলেট জেলায় ১০৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে ৫৫ মেগাওয়াট। জেলায় লোডশেডিং হয়েছে ৫০ শতাংশের বেশি।
এদিকে সিলেট নগরীতে পিডিবির ১৩২ কেবির একটি লাইনের সংস্কার ও মেরামত কার্যক্রম চলার কারণে দিনব্যাপী নগরীতে বাড়তি লোডশেডিং করতে হয়েছে বলে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মঙ্গলবারও সিলেটে সকাল থেকে কয়েক দফা লোডশেডিং হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উৎপাদন ব্যয় কমাতে জ্বালানি তেলচালিত বেশির ভাগ বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রসহ কয়লা ও গ্যাসচালিত তিনটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাপক হারে কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
সিলেটের ব্যবসায়ী ও ক্ষুদ্র কুটির শিল্প সংশ্লিষ্টরা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উৎপাদন সচল রাখতে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। কিন্তু ডিজেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সে তুলনায় পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় অনেক কারখানার পক্ষে উৎপাদন চালু রাখা কঠিন হয়ে পড়ছে।
এদিকে বর্তমানে হাওরাঞ্চলে ব্যুরো মওসুমে জমিতে পানি সেচ দিতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ কৃষকেরা। ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে গিয়ে তাদের উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির বলেন, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় সারাদেশের ন্যায় সিলেটেও লোডশেডিং বেড়েছে। বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা।