image
বোয়ালখালী (চট্টগ্রাম) : নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া -সংবাদ

‘আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে গণভোটের গুরুত্ব অপরিসীম’

প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে গণভোটের প্রয়োজনীয়তা কেমন হবে সেটা সবাইকে বুঝতে হবে। ৫ আগস্টের পর আরেকটা দিন আমাদের সামনে আসছে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন ৫ আগস্টের মতো আর রক্ত দিতে হবে না। ওইদিন দিতে হবে শুধু ১টি শিল। ওই একটি শিল ও গণভোটের মাধ্যমে বাংলাদেশ সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্বের দিকে এগিয়ে যাবে।

গতকাল সোমবার বিকেল ৩টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিটির সেক্রেটারি মনিরা শারমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম সচিব সাগুপ্তা বুশরা মিশমা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম ৮ আসনের ১০ দলীয় জোট প্রার্থী জুবায়ের হাসান আরিফ, এবং উপজেলা প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন।

জুবায়ের হাসান আরিফ বলেন, বিগত সময়ে অনেকে এদেশকে বিক্রি করার জন্য ষড়যন্ত্র করেছিল। যারা করেছিল তাদেরকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এদেশ থেকে বিতাড়িত করেছি। তিনি আরও বলেন, যারা বালি মাটির ব্যবসা করেন তাদের কাছে এদেশের মাটি নিরাপদ না, বালি নিরাপদ না। তবে কিছু কিছু দল এখনো শিক্ষা নেয় নাই। আগামীতে এদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে তা রুখে দিতে ঝাপিয়ে পড়বে ছাত্র-জনতা।

পথসভা শেষে গাড়িবহর নিয়ে উপজেলার কয়েকটি এলাকায় শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি