কোনো অবস্থাতেই ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেবে না ইসি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় আবুল ফজল মো. সানাউল্লাহ সতর্ক করে বলেন, কোনো ভোটার যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করলে, তার ভোট বাতিল হয়ে যাবে।
নির্বাচন কমিশনার বলেন, ‘এবার ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। আমরা উৎসবমুখর পরিবেশে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাই, যেন সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে।’
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সারাদেশ: রাজিবপুরে হাঁস বিতরণ
সারাদেশ: শ্রীমঙ্গলে আহত গন্ধগোকুল উদ্ধার
সারাদেশ: দুর্গাপুরে সরকারি খাল দখলের অভিযোগ