রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে আয়োজিত পিঠা উৎসবে গিয়ে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। একের পর এক ডিম নিক্ষেপের ঘটনায় ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে অসুস্থ হয়ে পড়ায় কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আমন্ত্রিত অতিথি হিসেবে পিঠা উৎসবে অংশ নেয়ার সময় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতেই ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, তাকে ‘ভুয়া’ বলে স্লোগান দেন একদল ব্যক্তি ও পথ থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, একটি দলের সমর্থকরা পরিকল্পিতভাবে এই আচরণ করছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান।
এর আগেও গত ২৩ জানুয়ারি তার নির্বাচনী পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছিল।