image

শাটল ট্রেনে পাথর নিক্ষেপে রক্তাক্ত ছাত্রী, চবি ক্যাম্পাসে আতঙ্ক

সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ যাত্রীদের বাহন শাটল ট্রেনে হঠাৎ ঘটে যাওয়া পাথর নিক্ষেপের ঘটনায় ইমু মনি জ্যোতি নামে এক ছাত্রী রক্তাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কাছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় নিক্ষিপ্ত পাথরের আঘাতে আহত হন।

ইমু পতেঙ্গার বাসিন্দা ও চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী। ঘটনার সময় গাড়িতে উঠতে যাচ্ছিলেন ইমু। হঠাৎ বাইরে থেকে আছড়ে পড়া একটি পাথর তার নাক ও ঠোঁটের অংশে আঘাত হানে। ঘটনাস্থলে থাকা সহপাঠীরা দ্রুত তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তরের ছাত্র তাওহিদুল ইসলাম বলেন, "ইমুর মুখের উপরের দিকে চারটি সেলাই লেগেছে। ঝটপট চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি দেখে সবাই চিন্তিত।”

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আহত স্থানের ক্ষত তুলনামূলক গভীর হওয়ায় তাঁকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। দ্রুত ব্যবস্থা নেব।”

এই ঘটনায় শাটল ট্রেনে নিয়মিত যাতায়াত করা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসের নিরাপদ পরিবেশের জন্য আশেপাশের লোকজনও উদ্বিগ্ন।

সম্প্রতি