দেশের অন্যতম পর্যটন নগরী ও চায়ের স্বর্গরাজ্য শ্রীমঙ্গল উপজেলায় বিরল বন্যপ্রাণী গন্ধগোকুল উদ্ধার করে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল উপজেলা শহরের জেঠি রোডে ইউএসএ প্রবাসী ও শ্রীমঙ্গল স্টেশন রোডে অবস্থিত গ্রিন লিফ টি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কৃষ্ণ সেনের বাসায় একজন আহত গন্ধগোকুল দেখা যায়। দ্রুত খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল-এর পরিচালক সজল দেব ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত গন্ধগোকুলটি নিরাপদে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রাখা হয় এবং পরবর্তীতে শ্রীমঙ্গলের স্থানীয় বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়। ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গন্ধগোকুলটি সম্ভবত সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ওই বাড়িতে চলে এসেছিল। দ্রুত পদক্ষেপের কারণে প্রাণীটির জীবন রক্ষা সম্ভব হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার চারপাশে বিস্তীর্ণ চা বাগান, বনাঞ্চল এবং হাওরের প্রাকৃতিক বন রয়েছে। উপজেলার সীমান্তে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান (পূর্বের ভানুগাছ পাহাড়) বিভিন্ন প্রজাতির বন্য পশুপাখির আবাসস্থল। তবে বনাঞ্চল উজাড় করে বসতি স্থাপন, রিসোর্ট ও বাগান নির্মাণের ফলে বন্যপ্রাণীদের খাদ্য ও আবাস সংকুচিত হয়েছে। এর কারণে অনেক প্রাণী খাদ্যের সন্ধানে গ্রাম ও শহরের বাড়ি ও উঠানে চলে আসে।
গত দেড় দশকের মধ্যে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন প্রায় ৮০০-এর বেশি বন্যপ্রাণী উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
অর্থ-বাণিজ্য: চোরাচালানের ১২ হাজার ৭৭৪ ভরি সোনা জব্দ: এনবিআর
অর্থ-বাণিজ্য: ব্যবসায়ী সংগঠনগুলো পুতুলের মতো আচরণ করছে: গভর্নর
বিজ্ঞান ও প্রযুক্তি: এসওসি গঠনে ইন-হাউস মডেলের চেয়ে আউটসোর্সিংকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানগুলো
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলালিংক ও ক্লিনিকলের মধ্যে চুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএস ও রবি বিডি-অ্যাপসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’