image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজিবপুরে হাঁস বিতরণ

প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চরাঞ্চলের হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করা হয়েছে। গ্রামের অসহায়দের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে হাঁস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অধিদপ্তর থেকে চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ১৮০টি পরিবারের মাঝে এসব হাঁস বিতরণ করা হয়। এর মধ্যে রাজিবপুর সদর ইউনিয়নের ৫৯টি, কোদালকাটি ইউনিয়নের ৬১টি এবং মোহনগঞ্জ ইউনিয়নের ৬০টি পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি