image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজশাহীতে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

প্রতিনিধি, রাজশাহী

যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সাহেবনগর বিওপির সদস্যরা গতকাল সোমবার রাতে চোরাচালান রোধে টহল পরিচালনা করছিল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী হনমন্তনগর এলাকায় কতিপয় চোরাকারবারি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে আসার জন্য সুযোগের অপেক্ষায় ঘুরাফিরা করছে। ঘুরাফিরা করতে করতে তারা সুযোগবুঝে তারা টিনের ডোঙ্গাগুলো নদীর কিনারায় রেখে ওই এলাকায় একটি বস্তা নিয়ে কলা বাগানের ভেতরে ঢুকে পড়ে। তাৎক্ষণিক ওৎ পেতে থাকা বিজিবির সদস্যরা তাদের লক্ষ্য করে লাইট মারলে তারা বস্তাটি ফেলে পুনরায় ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়। বিজিবি ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৯শত ৬০পিস ভারতীয় উৎ-ঢ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত যৌন ট্যাবলেট ও টিনের ডোঙ্গা শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে ১ বিজিবির সহকারী পরিচালক মো. সোহাগ মিলন জানান। এছাড়াও তিনি জানান চোরাকারবারিদের শনাক্তকরণ ও তাদের গতিবিধির ওপর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি