image
ছবিঃ সংগৃহীত

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার, (২৭ জানুয়ারী ২০২৬) বিকেল ৪টার সময় দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের পার্শ্ববর্তী কুশিয়ারা নদীর তীরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩ জন শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। এ সময় উত্তোলিত বালু জব্দ করা হয়। পরে “বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকা-ে জড়িত না হওয়ার শর্তে আটক শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, নদী তীরবর্তী জব্দ করা বালুর পরিমাণ আনুমানিক ১৮ হাজার ঘনফুট। জব্দ করা বালু গত বুধবার সকালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ লাখ ২৫ হাজার ৫০০ টাকা দর দিয়ে ছালেক মিয়া বালু ক্রয়ের অধিকার লাভ করেন। নিলামের শর্ত অনুযায়ী, বালু উত্তোলনের জন্য সর্বোচ্চ দরদাতা ছালেক মিয়াকে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্প্রতি