মানিকগঞ্জে বস্তুনিষ্ঠ ও আধুনিক স্মার্ট সাংবাদিকতার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। জেলায় কর্মরত মূলধারার গণমাধ্যমের অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমন্বয়ে এই নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা শহরের এনপিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ এস এম সাইফুল্লাহকে (দেশের কণ্ঠ/কিউ টিভি) সভাপতি এবং শাহীন তারেককে (ইনকিলাব/দিগন্ত টিভি) সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রিপন আনছারী (মানবজমিন/জিটিভি), জাহিদুল হক চন্দন (দিপ্তটিভি/রাইজিং বিডি), মুহাম্মদ লুৎফর রহমান (দৈনিক সংবাদ ও দি এশিয়ান এইজ), মো. শাহ আলম (আমার বার্তা) এবং সোহেল রানা খান (সিএনআই)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল হাকিম (মাইটিভি/দৈনিক বাংলা) ও জ ই আকাশ (কালবেলা) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হাসান শিকদার (গণকণ্ঠ/আজকের বাংলা) দায়িত্ব পালন করবেন। সহসাধারণ সম্পাদক পদে আকমল হোসেন (অগ্নিবিন্দু), মো. সোহেল হোসেন (ঢাকা পো’) ও আমিনুর ইসলাম (দৈনিক তৃতীয় মাত্রা) এবং সহসাংগঠনিক সম্পাদক পদে রাকিব হোসেন (দৈনিক বর্তমান) ও মোহসিন মোহাম্মদ মাতৃক (এশিয়ান মিরর) মনোনীত হয়েছেন।
এ ছাড়া গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলোতে রয়েছেন দপ্তর সম্পাদক খাব্বাব হোসেন ত্বহা (ইনকিলাব), কোষাধ্যক্ষ মো. সেলিম মিয়া (কালবেলা), সমাজ কল্যাণ সম্পাদক মো. আল আমিন রোহেল (রূপসী বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমিনুর রহমান সালেহী (অন্য দিগন্ত/নগর টিভি- মানিকগঞ্জ), সহ-প্রচার সম্পাদক দীপক সূত্রধর (এনপিবি নিউজ), ক্রীড়া সম্পাদক মো. আশিকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান জুবায়ের (সকালের শিরোনাম)।
নবনিযুক্ত নেতারা জানান, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিক
সারাদেশ: ‘মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই’
সারাদেশ: হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা