image
ছবিঃ সংগৃহীত

দুর্গাপুরে ঘন ঘন লোডশেডিং সেচ নিয়ে কৃষক বিপাকে

প্রতিনিধি, দুর্গাপর (নেত্রকোণা)

নেত্রকোণার দুর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতি পূর্ব ঘোষণা ছাড়াই ঘনঘন লোডশেডিং। অতিষ্ট উপজেলাবাসী। চব্বিশ ঘণ্টায় বিদ্যুৎ থাকে মাত্র ৮ থেকে ১০ ঘণ্টা। তাছাড়া সন্ধ্যার পর হতে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ না থাকা এখন নিয়মে পরিণত হয়েছে। অন্যদিকে তীব্র লোডশেডিং এর কারণে বোরো মৌসুমে সেচ সংকটে পরেছেন প্রান্তিক চাষিরা। আর সেচের অভাবে উপজেলার শত শত একর কৃষি জমি চাষাবাদ করতে বড় ধরনের ক্ষতির মুখে পরেছেন কৃষকরা। গত কয়েকদিন ধরে পুরো উপজেলায় তীব্র ভোগান্তিতে রয়েছেন সর্বজন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যতটুকু বিদ্যুৎ থাকে তাতে ভোল্টেজ থাকে না। কৃষক আব্দুল্লাহ আল মামুন মুকুল, হারেছ গণী, নিখীল বাব, সুবল দে, আব্দুল ছাত্তার, পাপ্পু মিয়া, দুনিয়া মামুন, দোলন হাজং, পল্টন হাজংসহ অনেকেই সংবাদকে জানান, ঘন ঘন লোডশেডিং থাকায় ধানের জমিন শুকিয়ে যাচ্ছে। পানি সেচ দিতে পারছে না কৃষকরা। এলাকার জনগণ বিদ্যুতের ভেলকিবাজী থেকে মুক্তি চায়। এ ব্যপারে পল্লী বিদ্যুতের জোনাল অফিসার (ডিজিএম) মো. হাফিজুর রহমান এই প্রতিনিধিকে বলেন, চাহিদা ও প্রয়োজনের তোলনায় বিদ্যুৎ যা পাওয়া যাচ্ছে তা মাত্র ৫০%। সামনে বিদ্যুতের আরও মহা বিপর্যয় ঘটতে পারে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি