সিরাজগঞ্জে কৃষক হত্যা
সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রী-ছেলেসহ ১০ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন ৬ আসামিদের উপস্থিতে কারাদন্ডের আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত অপর ৪ আসামি পলাতক রয়েছেন।
দন্ডপ্রাপ্তরা আসামীরা হলো, জেলার কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মনির হোসেন। একই গ্রামের সোহেল রানা, সাহেব উদ্দিন, শাহজাহান মন্ডল, শফিকুল ইসলাম, এরশাদ শেখ, আবুল কালাম আজাদ ও রমজান আলী। সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের কৃষক বদিউজ্জামান নিজ গ্রামের দবির মন্ডলের ছেলে আলমের কাছ থেকে ২০১১ সালে ৩ শতক জমি দলিল মূলে ক্রয় করেন। সেই জমিতে প্রতিবেশি আবু সাঈদ বাড়ি করে জমি দখল করে নেয়। জমি ছেড়ে দেওয়ার জন্য বললে আসামিরা হত্যার হুমকি দেয়। পরে বদিউজ্জামান জমি দখলে নেয়ার চেষ্টা করলে আসামিরা আরও ক্ষীপ্ত হয়ে উঠে।
পরবর্তীতে বদিউজ্জামান ও আসামি আব্দুস ছাত্তার ইউনিয়ন পরিষদে মেম্বার পদে নির্বাচন করেন। নির্বাচনে আব্দুস সাত্তার পরাজিত হন। পরাজয়ের জন্য তিনি বদিউজ্জামান দায়ী করেন। জমি সংক্রান্ত ও ইউপি নির্বাচন নিয়ে বদিউজ্জামান ও আসামিদের মধ্যে বিরোধ চলে আসছিলো। ২০১১ সালের ২৪ জুন বদিউজ্জামান জমির কাগজপত্র নিয়ে সকালে আইনজীবীর অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে বদিউজ্জামান আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন তার সন্ধান করে খোঁজ পায়নি। পরের দিন ২৫ জুন সকালে ময়নাকান্দি সাইফুল ইসলামের ঘুমচী ক্ষেত থেকে বদিউজ্জামানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে পৌছে বদিউজ্জামানের মরদেহ সনাক্ত করেন।
নিহতের স্ত্রী রতনা বেগম ওরফে সুফিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে হত্যা কান্ডের সঙ্গে আরও এক জনের জড়িত থাকার তথ্য পেয়ে ১০ জনকে আসামি করে চার্জশিট প্রদান করেন। আদালত তার পর্যাবেক্ষণে অপরাধ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় ১০ জন আসামী সবাইকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
সারাদেশ: ‘মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই’
সারাদেশ: হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা