image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এবার দুদ‌কের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

সংবাদ অনলাইন রিপোর্ট

এবার দুদ‌কের মামলায় সাংবা‌দিক আনিক আলমগীর‌কে গ্রেপ্তার দে‌খি‌য়ে‌ছে আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

জানা গে‌ছে, দুদকের আবেদনে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় এ সাংবাদিককে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। গণমাধ‌্যম‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আনিস আলমগীরের আইনজীবী নাজনীন নাহার।

তি‌নি জানান, এর আগে, ২৫ জানুয়া‌রি আনিস আলমগীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান। আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য ক‌রে‌ছি‌লেন।

উল্লেখ‌্য, গত ১৪ ডি‌সেম্বর গোয়েন্দা পুলিশের একটি দল সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। প‌রে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে মামলা করেন আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে।

পরদিন ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরবর্তী‌তে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

সম্প্রতি